Digital Security Alarm Lock BD
দোকান ভাড়া নিয়ে ব্যবসায় সফল হওয়ার উপায়

দোকান ভাড়া নিয়ে ব্যবসায় সফল হওয়ার ৬টি গোপন উপায়

অনেক স্বপ্ন বুকে নিয়ে, অনেক কষ্টের টাকা খরচ করে একজন দোকানদার দোকান ভাড়া নিয়ে কিংবা দোকান ক্রয় করে নিজের পছন্দের কোন ব্যবসা শুরু করেন। নতুন অবস্থায় কিছুটা কম লাভ হলেও পরবর্তীতে ধারাবাহিকভাবে লভ্যাংশ বৃদ্ধি পাবে এই আশা নিয়েই একজন দোকানদার প্রতিটি দিন অতিবাহিত করতে থাকেন। কিন্তু মাস যেতে না যেতেই তার কপালে চিন্তার ভাজ পরে। যতটুক আশানরুপ বিক্রি মাসে প্রত্যাশা করেছিলেন তার ৫০% লাভও হয়নি বরং এখন দোকান মালিককে ভাড়া দিতে গিয়েও হিমশিম খাচ্ছে। শেষমেশ লোকসানের মুখে দোকান ছেড়ে দেওয়া ছাড়া আর কোন কিছুই যেন করার থাকেনা।